• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১৭:৫৩
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সাপের ছোবলে মো. সুমন (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে গুরুতর অবস্থায় সুমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাপুড়ে সুমনের বাড়ি দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে।

সুমনের খালাতো ভাই মো. সবুজ জানান, বুধবার সন্ধ্যায় সময় শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে সাপ ধরতে যান সুমন। এ সময় বিষধর সাপটি তাকে ছোবল দেয়। সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে পড়েন। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তিনি সাপে কাটার কথা জানান। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, সাপে কাটার প্রায় সাত ঘণ্টা পর সুমনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেই তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী,সাপ,ছোবল,সাপুড়ে,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close